Cyclone \'জওয়াদের\' চোখ রাঙানি, আছড়ে পড়তে পারে অন্ধ্রে
2021-11-18
1
অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জওয়াদ। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ থেকে ১২০০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। জওয়াদের জেরে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় ঝড়, বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের।